Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ জুন ২০২৪

সার্কেলের ইতিহাস

 

ডাক জীবন বীমা মূলত একটি সরকারী কল্যাণমূলক প্রকল্প। ডাক বিভাগের কর্মচারীদের জীবনের ঝুঁকি গ্রহণ করা এবং তাদের পরিবার পরিজনের ভবিষ্যৎ নিরাপত্তা বিধানের মহৎ উদ্দেশ্য নিয়ে ১৮৮৪ সালে ডাক জীবন বীমা যাত্রা শুরু করে। পরবর্তীতে অন্যান্য সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠানের কর্মচারীগণকেও এই স্কীমের সুযোগ ভোগ করতে দেয়া হয়। বর্তমানে শুধু সরকারী ও আধা-সরকারী প্রতিষ্ঠানের কর্মচারীগণই নয় যাদের নিয়মিত আয়ের সুনিশ্চিত ব্যবস্থা আছে, তারা সকলেই এই স্কীমের সুযোগ গ্রহণ করতে পারবেন। বর্তমানে ডাক জীবন বীমা একটি সার্বজনীন স্কীম হিসেবে পরিচালিত হচ্ছে। স্বাধীনতার পর দেশে একটি মাত্র ডাক জীবন বীমা সার্কেল তথা ডাক জীবন বীমা, ঢাকা সার্কেল গঠিত হলেও ১৯৭৯ সালে ডাক জীবন বীমা, ঢাকা সার্কেলকে ভেঙ্গে দুটি ডাক জীবন বীমা সার্কেল যথা ডাক জীবন বীমা, পূর্বাঞ্চল, ঢাকা এবং ডাক জীবন বীমা, পশ্চিমাঞ্চল, রংপুর গঠিত হয়।